6th Anniversary Celebration and Award Ceremony
6th Anniversary Celebration and Award Ceremony
The English Academy-এর ৬ বছর পূর্তি উপলক্ষে গত ২১শে মার্চ, শুক্রবার Well Agro And Dairy Farm -এ অনুষ্ঠিত হয়েছে “6th Anniversary Celebration and Award Ceremony”! 🎉
এই সুন্দর মুহূর্তটিকে স্মরণীয় করে রেখেছে সকল স্বনামধন্য অতিথি, শিক্ষার্থী, শিক্ষক এবং আমাদের টিমের উষ্ণ উপস্থিতি।
উদযাপনের বিশেষ মুহূর্তে আয়োজন করা হয়েছিল সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে The English Academy-এর এই ছয় বছরের সফল যাত্রায় যাঁরা নিবেদিতভাবে অবদান রেখেছেন—তাঁদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান।
সবার সহযোগিতা, ভালোবাসা এবং বিশ্বাসকে সঙ্গে নিয়ে The English Academy সামনে আরও দীর্ঘ পথ অতিক্রম করার প্রত্যাশা করছে। ✨