Essay Writing competition

Essay Writing competition

গত ৩০শে জুন, ২০২২ তারিখে ব্রিটিশ কাউন্সিল এবং দি ইংলিশ একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি আন্তর্জাতিক রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী, যারা তাদের লেখার প্রতিভা  ও সৃজনশীলতা যাচাই করার সুযোগ পেয়েছে। 
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করে। প্রথমত, তারা চিন্তা ও বিশ্লেষণের দক্ষতা অর্জন করে, যা তাদের সৃজনশীল চিন্তাভাবনাকে অনেকগুনে বাড়ীয়ে তুলে। দ্বিতীয়ত, লেখার মাধ্যমে তারা ব্যাকরণের সঠিক ব্যবহারে দক্ষতা অর্জন করে, যার মাধ্যমে নিজের আত্মবিশ্বাসকে যাচাই করার সুযোগ পায়। ফলে নিজেদের সক্ষমতা সম্পর্কে আরও বিশ্বাসী হয়।

এছাড়াও প্রতিযোগীদের উৎসাহ যোগাতে উপস্থিত ছিলেন 
Md. Nakib Haider
Examination Services
British Council, Bangladesh

এবং প্রতিযোগীতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থী পাচ্ছেন Participation Certificate এবং বিজয়ীরা  পেয়ে যাবে আকর্ষনীয় উপহার। 
ইনশাআল্লাহ, খুব শিঘ্রই চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আবারও এমন কিছু আয়োজন নিয়ে আসছি আমরা "দি ইংলিশ একাডেমি"।
জানতে চোখ রাখুন, আমাদের ফেসবুক পেইজে। 

Facebook group: https://www.facebook.com/groups/367049247586023/?ref=share

অফিসের ঠিকানা:

এম.এম. টাওয়ার,(তৃতীয় তলা)। সানমার ওশান সিটির পাশে, সিডিএ এভিনিউ, জিইসি, চট্টগ্রাম।

হটলাইন: ০১৮৩৩-৩৩৩১১০ এবং ০১৭৫১-২০০০২৩