
Fifa Quiz Championship 2022
Fifa Quiz Championship 2022
গত ০৮ ডিসেম্বর, ২০২২ চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো
FIFA QUIZ CHAMPIONSHIP 2022 🚩⚽
📌 Venue: The English Academy
⏰ On 8th December (12:30 - 2:00 PM) or (2:30-4:00 PM)
RULES & REGULATION for FIFA QUIZ CHAMPIONSHIP 2022
------------------------------------------------------------------
Competition এর জন্য ২ টি সময় রাখা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি সময় নির্ধারণ করতে হবে। অবশ্যই উক্ত সময়ের ১০ মিনিট আগেই আপনাকে স্ব-শরীরে ভেনু-তে উপস্থিত থাকতে হবে।
✅ Question Type
--------------------
1. T/F/Yes/ Not Given
2. Multiple Choice Question.
3. Fill in the blanks.
5. Matching the Answer
✅ আপনার করণীয়ঃ
----------------------
১) প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে প্রয়োজনীয় জিনিসপত্র ( কলম, পেন্সিল ইত্যাদি ) সাথে নিয়ে আসতে হবে।
✅ সময়ঃ
-----------
০৮ ডিসেম্বর, ২০২২; রোজ বৃহষ্পতিবার।
(দুপুর ১২ঃ৩০ - ২ঃ০০ এবং বিকাল ২ঃ৩০ - ৪ঃ০০।
রেজিষ্ট্রেশন করার সময় এই ২ টা Time Slot থেকে যেকোন একটা সময় নির্ধারণ করতে হবে।)
✅ বিশেষ দ্রষ্টব্যঃ
-------------------
১) এই প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ ফ্রী।
২) এটি কোনো প্রকার অনলাইন প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে অবশ্যই " The English Academy" তে উপস্থিত থাকতে হবে।
৩) প্রতিযোগিতা চলাকালীন সময় কোন প্রকার অসাধু উপায় অবলম্বন করা যাবে নাহ এবং মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
৪) এই প্রতিযোগীতা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র দি ইংলিশ একাডেমির কর্তৃপক্ষের থাকবে।
✅ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কি কি থাকছেঃ
১) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীরা The English Academy পক্ষ থেকে পেয়ে যাবেন Participation Certificate.
2) এছাড়াও বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরষ্কার 🎁।
অফিসের ঠিকানা:
দি, ইংলিশ একাডেমি, এম.এম. টাওয়ার,(লিফটে ৩), সানমার ওশান সিটির পাশে, পূর্ব নাসিরাবাদ, সিডিএ এভিনিউ, জিইসি, চট্টগ্রাম।
হটলাইন: ০১৮৩৩-৩৩৩১১০ এবং ০১৭৫১-২০০০২৩