FACD CAB Education Expo 2023

FACD CAB Education Expo 2023

গত ১৯ ও ২০ অক্টোবর Radisson Blu Chattogram-এ অনুষ্ঠিত হলো FACD-CAB চট্টগ্রাম কর্তৃক আয়োজিত Premier Bank 8th International Education Expo 2023।

আলহামদুলিল্লাহ, The English Academy এই এক্সপোতে অংশগ্রহণ করে অসাধারণ সাড়া পেয়েছে। দুই দিনে প্রায় ৩০০-এর বেশি শিক্ষার্থী এবং অভিভাবক আমাদের স্টল পরিদর্শন করেছেন। এবং সকল শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ উপহার এবং আমাদের সবগুলো কোর্সেই ছিল বিশাল একটা ডিসকাউন্ট। তাই অসংখ্য অভিভাবক এবং শিক্ষার্থীরা ছিল প্রাণোবন্ত এবং উচ্ছসিত।

এই এক্সপোতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন:

Mohammed Ishraful Alam (CEO & Director)

Muhammad Nibras (Director)

Syed Rakin Mahmood (Director of Academic Services)

Mrs. Samina Shafique (Deputy Director of Academic Services)

শিক্ষার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ এবং অভিভাবকদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া আমাদের অনুপ্রাণিত করেছে। The English Academy সবসময় এমন উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত ও গুণগত মানের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook group: https://www.facebook.com/groups/367049247586023/?ref=share

অফিসের ঠিকানা:

এম.এম. টাওয়ার,(তৃতীয় তলা)। সানমার ওশান সিটির পাশে, সিডিএ এভিনিউ, জিইসি, চট্টগ্রাম।

হটলাইন: ০১৮৩৩-৩৩৩১১০ এবং ০১৭৫১-২০০০২৩